বাংলাদেশের কক্ষপথ ভারতের দখলে | NASA’তে ফাতিহার প্রতিবাদ
Faatiha Aayat |
#বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বনাম আমাদের বন্ধু রাষ্ট্র
বাংলাদেশের একমাত্র জিওস্টেশনারি স্যাটেলাইটের নাম তো আপনি অবশ্যই জানেন। বঙ্গবন্ধু-১।
কিন্তু আপনি জানেন কি, যে #বাংলাদেশ এই স্যাটেলাইট নিজেদের প্রাপ্য অরবিটালে বসাতে পারেনি? কেন পারেনি? আন্দাজ করুনতো? কারণটা হল, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট এর কাছে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের এক বন্ধু রাষ্ট্র। কেন আপত্তি জানিয়েছিল? বিকজ, একই অরবিটালে স্থাপন করা আছে তাদের একটা কমিউনিকেশন স্যাটেলাইট।
আমার কথা বিশ্বাস করার দরকার নাই। এক কাজ করেন। #গুগল’এ গিয়ে টাইপ করেন ইন দ্য স্কাই ডট ওয়ারজি। এই ওয়েবসাইটে আপনি এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে স্থাপিত এবং এই মুহুর্তে প্রদক্ষিণরত মোট সাত হাজার সাতশ স্যাটেলাইটের সবগুলো দেখতে পারবেন।
সঠিক অপশনটা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করলে মোট ৬০০ জিওস্টেশনারি #স্যাটেলাইট এর সবগুলো দেখতে পাবেন। খেয়াল করবেন এধরনের স্যাটেলাইটগুলোর প্রায় সবগুলোই পৃথিবীর বিষুবরেখা বরাবর অঞ্চলে মোটামুটি ৩৫,৭৮৬ কিমি এর একই অল্টিটি উডে অবস্থিত।
তাহলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি নিশ্চয়ই থাকার কথা বাংলাদেশের নিকটবর্তী বিষুবরেখার উপড়ে। কিন্তু সেটি কোথায় আছে তা সার্চ করলে দেখতে পাবেন, আমাদের এই একমাত্র নিজস্ব উপগ্রহটি অবস্থান করছে #ইন্দোনেশিয়া’র বিষুবরেখায়, বাংলাদেশ থেকে বহুদূরে।
তাহলে বাংলাদেশের স্যাটেলাইট বাংলাদেশের কাছাকাছি বিষুবরেখার অরবিটালে জায়গা হলনা কেন? এর উত্তর জানতে হলে GSAT-17 নামের আরেকটা স্যাটেলাইট খুঁজুন এবং দেখুন এটি যেই জায়গায় বসে আছে সেখানেই থাকার কথা ছিল আপনার আমার বঙ্গবনú
1 view
100
27
11 months ago 00:03:38 1
বাংলাদেশের কক্ষপথ ভারতের দখলে | NASA’তে ফাতিহার প্রতিবাদ