বাংলাদেশের অভ্যন্তরে ভারতের স্পেশাল ইকোনমিক জোন কেন?
Faatiha Aayat | ভারতকে আর দোষ দিয়ে লাভ কি?
আদানি থেকে উচ্চমূল্যে বিদ্যুৎক্রয়, রামপালে কয়লা ভিত্তিক থারমাল পাওয়ার প্ল্যান্ট, মহীসোপান বিতর্ক নিষ্পত্তি না করেই বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর, পূর্নাঙ্গ ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট প্রদান এবং সর্বোপরি তিস্তা-ফারাক্কার ন্যায্য হিস্যা অমীমাংসিত রেখে ফেনী নদী থেকে পানি প্রত্যাহার - ভারতের প্রত্যক্ষ স্বার্থসংশ্লিষ্ট এই বিষয়গুলো বাংলাদেশের জন্য কতটা উপকারী সেটা ভেবে দেখার আগেই আমরাই তো তাদের এগুলো দিয়ে রেখেছি।
এমনকি কুষ্টিয়া, মীরসরাই এবং মংলায় একহাজার একরেরও বেশী জায়গা জুড়ে “ইন্ডিয়ান স্পেশাল ইকোনমিক জোন” তৈরীর কাজও যে মোদি-আদানি ভাতৃদয়ের কোম্পানি পেতে যাচ্ছে, সেই খবরতো মূলধারার গণমাধ্যমে একেবারেই সীমিত আকারে প্রকাশিত হওয়ায় আপনার দৃষ্টি এড়িয়ে গিয়েছে।
মাত্র ১ কোটি টাকা অনুমোদিত মূলধন ও ৫৫ লাখ টাকা পরিশোধিত মূলধন দেখিয়ে বাংলাদেশের রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ’এ যে ইতিমধ্যেই আদানি বাংলাদেশ পোর্টস প্রাইভেট লিমিটেড (এবিপিপিএল) নামের সাবসিডিয়ারি খোলা হয়ে গিয়েছে সে খবর জানতে আপনার পক্ষেতো আর মেরিটাইম গেটওয়ে কিংবা গ্লোবাল ডেটা’র মত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চোখ রাখা সম্ভব না।
ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু প্রথমে ব্যবসার জন্যই এসেছিল।
আপনাদের কী মনে হয়, বাংলাদেশের ভিতরে এক্সক্লুসিভলি ভারতের জন্য নির্মিতব্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুধুমাত্র অর্থনৈতিক কর্মকান্ড হবে? সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোন কাজ হবেনাতো?
#FaatihaAayat #ভারত #বাংলাদেশ
1 view
116
20
11 months ago 00:10:16 1
শেখ হাসিনার উগান্ডা যাত্রা! চুড়ান্ত গন্তব্য কোথায়? #bangladeshelection #bangladeshpolitics
12 months ago 00:01:44 1
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের স্পেশাল ইকোনমিক জোন কেন?